‘গোপন কর্মকাণ্ড অব্যাহত মাদ্রাসায়’ অভিযোগ তুলে ছাত্রলীগের কমিটি গঠন
কওমি মাদরাসায় কার্যক্রমে আগ্রহী ছাত্রলীগ
ইসমাঈল আযহার: কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার সাথে পরিচয় করিয়ে দিতে এসব মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের পরিকল্পনা করছে সংগঠনটি।
গত শনিবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে যুবলীগ নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন দেশের সব কওমি মাদ্রাসার ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম শুরু করার কথা বলেন।
ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন কওমি মাদ্রাসায় কার্যক্রম চালানোর সুযোগ পেলেও ছাত্রলীগসহ কোন প্রগতিশীল ছাত্র সংগঠনকে সে সুযোগ দেয়া হয় না।
বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম শামিম একটি অনলাইন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বা পরিচালনা পর্ষদে যারা থাকেন তারা কখনো চান না সেখানে প্রগতিশীল কোন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করুক। কিন্তু গোপনে ইসলামি শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, হেফাজতের ছাত্র সংগঠন, খেলাফতে মজলিস বিভিন্ন নামে তারা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে প্রগতিশীল ছাত্র রাজনীতি চালুর দাবি ছাত্রলীগ নেতা কর্মীদের।
বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমরান গণমাধ্যমকে বলেন, আমরাও চাই কওমি মাদ্রাসায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম চালু হোক। এটা নিয়ে আমরা সাধারণ সভায় আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবহিত করবো।
আই.এ/