করোনা আক্রান্ত জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা তারেক জামিল

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

বিখ্যাত দাঈ,জনপ্রিয় ইসলামিক স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেমেদীন মাওলানা তারেক জামিল করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নিজের টুইটার একাউন্টে এতথ্য নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছেন। যার কারণে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফল ‘পজেটিভ’ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তার প্রিয়জনদের কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে, পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন, চার লাখ ৩৮ হাজার ৪২৫জন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন