কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বরুড়ার আলজামিআতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ তালহা ইন্তেকাল করেছেন।
রবিবার (১৩ ডিসেম্বর) বরুড়া পৌরসভার কালিঞ্জিপাড়ায় মালবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মাদ্রাসা শিক্ষক মাওলানা তালহা (৩৫) মারা যান।
স্থানীয়রা জানান, মাওলানা তালহা মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি বরুড়ার ভবানীপুর থেকে নিজ বাড়ি বরুড়া পৌরসভার পাঠানপাড়া ভুঁইয়া বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।
স্থানীয় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা তালহা তার মাদ্রাসার প্রাথমিক শাখার শিক্ষক ছিলেন। রাতে তিনি শ্বশুরবাড়ি ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
বরুড়া থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, মাটি পরিবহন করার ট্রাক্টরের সাথে মো. তালহার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিহত হন। ঘটনার পরে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে গেছে।
আই.এ/