তুরস্কের মালবাহী জাহাজ আটক করল হাফতার বাহিনী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

পূর্ব লিবিয়ায় তুরস্কের একটি মালবাহী জাহাজ আটক করেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)। জাহাজটিতে থাকা ৯ জন তুর্কি ও ৭ জন ভারতীয় নাবিককে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে।’

সেখানে বলা হয়, হাফতার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পশ্চিম লিবিয়ার গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডকে (জিএনএ) অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপোলিভিত্তিক ওই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার। অন্যদিকে, আমিরাত, মিশর ও সৌদি আরবের সমর্থন হাফতার বাহিনীর দিকে।

এক বিবৃতিতে এলএনএ জানায়, পশ্চিম তুরস্কের দিকে যাওয়া মাবরৌকা নামের একটি জাহাজ তারা আটক করেছে। নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়া এই জাহাজটিতে থাকা ৯ জন তুর্কি ও ৭ জন ভারতীয় নাবিককে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেনাদের প্রশ্নের জবাব দিতে না পারাতেই তাদের আটক করা হয়।

এদিকে, অবিলম্বে জাহাজটি ছেড়ে দেয়ার দাবি জানিয়ে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হাফতারের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এইভাবে তারা তুরস্কের ওপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের ওপর আঘাত করলে এবার কঠোর জবাব দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে দীর্ঘ দিনের স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর লিবিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে রাজধানী ত্রিপোলিসহ দেশটির পশ্চিমাঞ্চল দখলে নেয় জিএনএ। আর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে এলএনএ।

আই.এ/

মন্তব্য করুন