লাদাখ থেকে ভারত-চীনের মধ্যে উত্তেজনা শুরু। দফায় দফায় আলোচনা চললেও কমেনি একটুও। উল্টো দিনদিন বেড়েই চলেছে। এবার অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
ভারতের দাবি, পশ্চিম অরুণাচল সীমান্তে বুম লা পাস এলাকায় ৩টি গ্রাম তৈরি করেছে চীন। যা ইতিমধ্যে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
অবশ্য ওই অঞ্চলে এসব গ্রামের ছবি আগেও ধরা পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে বুম লা পাস থেকে কিছু দূরে কয়েকটি বাড়ির দেখা মিলেছিল। আর এবার দেখা গেল একবারেই তিনটি গ্রাম তৈরি হয়ে গেছে। সেখানে ইতোমধ্যেই রাস্তাসহ যাবতীয় পরিকাঠামোও তৈরি করে ফেলেছে তারা।
মূলত চীন এসব স্থাপনার মাধ্যমে ভারতকে চাপে রাখতে চাইছে। অরুণাচলকে ঘিরে চীনের তৎপরতা অবশ্য নতুন নয়। বারবার অরুণাচলকে নিজেদের বলে দাবি করে আসছে তারা। কয়েক মাস আগেই ভারতীয় কয়েকজন যুবককে নিজেদের দেশে অপহরণ করে নিয়ে গিয়েছিল চীনা সেনারা। পরে অবশ্য তাদের ফিরিয়েও দেওয়া হয়।
এর আগে গত ১৫ জনু লাদাখের গালওয়ান উপত্যকায় উভপক্ষের সংঘর্ষে ভারতের ২০ সেনার মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় আরও অনেকে।
ওয়াইপি/পাবলিক ভয়েস