ফিলিস্তিনকে নিঃশর্ত আলোচনায় আসার আহবান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যদিও এর আগে দেশটির সঙ্গে আমিরাত ও বাহরািইনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে। এই দুই দেশের সঙ্গে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি ফিলিস্তিনিদের জন্য সম্পর্ক গড়ার অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
গত ০৬ ডিসেম্বের মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি এ কথা বলেন।
মানামা ডায়ালগে ভার্চুয়ালি অংশগ্রহণ করে আশকেনাজি বলেন, ‘২০১৪ সালে উভয়পক্ষের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর সাম্প্রতিককালের কূটনীতিক পরিবর্তন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সহায়তা করবে।’
আমিরাত ও বাহরািইনের মতো ফিলিস্তিনকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আহবান জানিয়ে আশকানাজি বলেন, ‘আব্রাহাম চুক্তি ফিলিস্তিনিদের জন্য আসেনি। বরং তা বিপরীত পক্ষ থেকে এসছে। তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এটি হারানো তাদের উচিত হবে না।’
ফিলিস্তিনকে নিঃশর্ত আলোচনায় আসার আহ্বান জানিয়ে আশকানাজি বলেন, ‘আমি ফিলিস্তিনিদেরকে তাদের মনোভাব পরিবর্তন করে নিঃশর্তভাবে সরাসরি আলোচনায় যোগ দেয়ার আহ্বান জানাই। সংঘাত বন্ধে এটিই একমাত্র পথ’
এদিকে ফিলিস্তিন ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বার্তা সংস্থা এএফপি-কে দেশটির অবস্থান তুলে ধরে বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তি করে ২০০২ সালের আরব পিস ইনিশিয়েটিভের আলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হলে আমরা স্বাভাবিক সম্পর্ক করব।’
প্রিন্স ফয়সাল আরো বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন করা হলে আমরা এ অঞ্চলে সত্যিকার শান্তি ও স্থিতিশীলতা দেখছি না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিত করার পর ইসরায়েলের সঙ্গে যেকোনো সময় সম্পর্ক স্বাভাবিক হতে পারে।
ওয়াইপি/পাবলিক ভয়েস