গত নভেম্বর মাসে শ্রেণিকক্ষে মহানবী হযরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটি। নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ওই শিক্ষককে প্যারিসের উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করেন চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সী তরুণ আবদুল্লাখ আরজরোভ।
এ সময় ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে নিহত হন চেচেন আবদুল্লাখ আরজরোভ। গত রোববার কঠোর নিরাপত্তায় চেচনিয়ার ওরোস-মার্তান জেলার শালাজহি গ্রামে তাকে দাফন করা হয়। তার জানাজায় দুই শতাধিক মুসল্লি শরিক হন। এ সময় অর্ধশত নিরাপত্তাকর্মী এলাকাটি ঘিরে রাখে।
নভেম্বরের শুরুতে ইতিহাসের ওই শিক্ষক তার ক্লাসরুমে মহানবী মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন। এর পর স্কুলের বাইরের রাস্তাতেই ছুরি হামলায় তিনি খুন হন।
সূত্র: আরব নিউজ