ভাস্কর্যের বিরোধিতা করায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে একটি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে করা দুটি রাষ্ট্রদ্রোহের মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ দুটি মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই ডিআইজিকে আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে আসামি মাওলানা মামুনুল হক ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন। অপর আসামি সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম গত ১৩ নভেম্বর ধোলাইখালের গেন্ডারিয়াতে এক সভায় ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন। আর হেফাজতের নেতা জুনায়েদ বাবুনগরী গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক সভায় ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন।
ভাস্কর্য বিরোধিতাকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে এসব নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হল।
আই.এ/