ফ্রান্সে ভয়াবহ বিক্ষোভ; পুলিশ ও জনতার সংঘর্ষ

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

ফ্রান্সের রাজধানী প্যারিসজুড়ে ভয়াবহ রকমের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশি সহিংসতার প্রতিবাদে শনিবার (৫ ডিসেম্বর) বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পটকা ছুড়েছে। এমনকি গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে তারা। জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

বিক্ষোভকারীদের অধিকাংশ কালো পোশাক পরিহিত ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। এদের কেউ কেউ রাস্তার পাথর ভাঙতে হাতুড়ি ব্যবহার করেছে।

উল্লেখ্য, নভেম্বরে বেশ কয়েক জন পুলিশ সদস্য কৃষ্ণাঙ্গ সঙ্গীত পরিচালক মিশেল জেকলারকে প্রহার করে। সম্প্রতি সেই নির্যাতনের ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয়।

মন্তব্য করুন