ভাস্কর্য নিয়ে বিতর্কের সমাধান খুব দ্রুতই আসবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
শনিবার জামালপুর সার্কিট হাউসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ধর্মমন্ত্রী বলেন, ভাস্কর্য নিয়ে যে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সমাধানে কাজ করছে সরকার। আমরা অনেক দূর এগিয়ে গেছি, সপ্তাহখানেকের মধ্যেই এ নিয়ে একটি সমাধানে পৌঁছাতে পারবো। বাংলাদেশের ‘অসাম্প্রদায়িক’ পরিচয় বহাল রাখতে সব চেষ্টা করে যাবে সরকার।
এর আগে আজ (৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের অবসান হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ভাস্কর্য নিয়ে যে বিতর্ক উঠেছে প্রধানমন্ত্রী তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কাছে সব খবর আছে। সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই। সময়মতো তিনি ঠিকই এর একটা সমাধান বের করে ফেলবেন।
‘আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে হবে। কোনোভাবেই মাথা গরম করা যাবে না।’ যোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আই.এ/
