খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের আপত্তির মুখেই আগামী ১৭ ডিসেম্বরের মাহফিলটি বাতিল করেছে আয়োজক কমিটি।
জানা যায়, বেলকুচি উপজেলার জামতৈল দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মামুনুল হকের।
এদিকে, আয়োজক মাদ্রাসার শিক্ষা-সচিব মোহাম্মদ জাকারিয়া বলেন, ওই ওয়াজ মাহফিলের আলোচক করা হয়েছিল আল্লামা মামুনুল হককে। ওয়াজ মাহফিলটি বাতিল হয়ে গেছে। তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে আসছেন না।
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, আমরা সকালে মাদ্রাসা কমিটির সঙ্গে বসেছিলাম। মামুনুল হকের বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তির কথা তাদের জানিয়েছি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমাদের সামনেই মামুনুল হককে কল দিয়ে মাহফিলে আসতে নিষেধ করেছেন।
এ ব্যাপারে জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, ‘মামুনুল হকের মাহফিলের বিষয়ে আয়োজক কমিটির সাথে কথা বলা হয়েছে। যিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাকে সিরাজগঞ্জের মাটিতে কোনোভাবেই মাহফিল করতে দেয়া হবে না। পরে বুধবার বিকেলে আয়োজক কমিটির মিটিংয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের জানিয়েছেন।’
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, করোনাকালীন সময়ে সভা-সমাবেশ নিষিদ্ধ। ফলে প্রশাসনের পক্ষ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে।