হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার তাঁর দল নিয়ে সৌদি আরবে আসছেন। ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যার জেরে টান টান উত্তেজনার মধ্যেই সৌদিতে আসছেন তিনি।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মধ্যস্থতায় সহায়তা করেছেন কুশনার ও তাঁর দলের সদস্যরা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের আগে এ ধরনের চুক্তি আরো স্বাক্ষরের চেষ্টা করছেন তাঁরা। সামনের বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন।
কুশনারের সৌদি সফরের বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে নিরাপত্তা ইস্যুতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তারা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আহমাদ নাসির আল মুহাম্মদ আল সাবাহর সঙ্গে গত সপ্তাহে হোয়াইট হাউসে সাক্ষাৎ হয়েছে কুশনারের।
আই.এ/