আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

ভারতীয় নৌবাহিনীর একটি মিগ-২৯কে প্রশিক্ষণ যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বিমানচালক। তাছাড়া এখনো খোঁজ মেলেনি তার সঙ্গীর।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গোয়ার একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর বৃহস্পতিবার বিকেল ৫টায় এটি আরব সাগরে বিধ্বস্ত হয়। শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে দেশটির নৌবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলটকে উদ্ধার করা গেছে। অপর পাইলট নিখোঁজ রয়েছেন। তার খোঁজে স্থল ও সাগরে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী।

ভারতীয় নৌসেনার এক মুখপাত্রের কথায়, ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এনএইচ/

মন্তব্য করুন