শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

সাজ্জাদুল তুহিন, নওগাঁ: নওগাঁর মান্দায় সাতবছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল হোসেন উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর মোল্লাপাড়া গ্রামের মৃত মনচাঁনের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা। বাড়ি-বাড়ি ফেরি করে সবজি বিক্রি করেন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভিকটিমের বাবা-মা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে সবজি বিক্রেতা কামাল হোসেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে কামাল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে রোববার রাতে কামাল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা নওগাঁ হাসপাতালে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন