আজেরি মুসলিমদের জন্য কিছুই রেখে যাবো না: দখলদার আর্মেনিয়া

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

আজারবাইজানের সদ্য দখলমুক্ত নাগার্নো-কারাবাখের কালবাজার এলাকা থেকে ছেড়ে যাওয়া আর্মেনিয়রা অবৈধভাবে এতদিন বাস করা  বসত-বাড়ি ও বন-জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে। তাদের ভাষ্য,  আজেরি মুসলিমদের জন্য কিছুই রেখে যাবো না।

তবে এসব ঘর-বাড়ি মূলত আজারবাইজানীদের। যাদেরকে গত ২৭ বছর আগে নির্যাতন করে এসব স্থান থেকে গৃহ ত্যাগ করতে বাধ্য করেছিলো আর্মেনিয়রা

রাশিয়ান মিডিয়াতে এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, সেসব আর্মেনিয়রা তাদের এলাকা ছেড়ে যাচ্ছে তাদের দরজা, জানালা ও ঘরের অন্যান্য অংশ ভেঙে ফেলে। তারা এলাকা ত্যাগ করার আগে এসব আগুনে জ্বালিয়ে দেয়।

উত্তর নাগার্নো-কারাবাখ যা পশ্চিম আজারবাইজের কালবাজার এলাকা ১৯৯৩ সালে আর্মেনিয়া দখল করে।

সেসময় প্রায় ৬০ হাজার আজারবাইজানিকে ১২৮টি গ্রাম ছেড়ে আজারবাইজানের অন্যান্য অঞ্চলে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু তাদের দখলের আগে এসব এলাকায় কোন আর্মেনিয় ছিল না।

আজারবাইজানিরা চলে যাওয়ার পর আর্মেনিয়রা এসব স্থানে বসতি স্থাপন করেছিল।

রাশিয়ার মধ্যস্থতায় ইয়েরেভান ও বাকুর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায়, দখলকৃত এ অঞ্চল থেকে আর্মেনিয়ান বাসিন্দাদের ১৫ নভেম্বরের মধ্যে চলে যেতে হবে। সূত্র : ডেইলি সাবাহ

 

নাজমুল/পাবলিক ভয়েস

মন্তব্য করুন