কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

নিহত দুজন জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। প্রতিপক্ষ দলের লোকেরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে তাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে। আরেকটি কক্ষে সুভাষ তঞ্চঙ্গ্যাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’

আজ বুধবার সকালে স্বজনেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।##

এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন