নির্বাচন হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে জিতেও গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বিশ্বনেতাদের অনেকেই তাকে স্বাগত জানিয়ে তার প্রশাসনের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। কিন্তু রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এখনো নির্বাচনের মাঠে প্রচারনা চালাচ্ছেন।
বলছেন, জো বাইডেন যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, তাহলে আগামী চার বছরেও করোনার টিকা পাবে না দেশটির জনগণ।
মার্কিন গণমাধ্যম বলছে, এ ধরনের বক্তব্য সাধারণত নির্বাচনের আগেই মানায়। নির্বাচনে পরাজয় না মেনে এ ধরনের বক্তব্য অসঙ্গত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আপনারা আগামী চার বছরেও করোনার ভ্যাকসিন পাবেন না, যদি জো বাইডেন প্রেসিডেন্ট হয়। এফডিএ (মার্কিন ওষুধ প্রশাসন) অত তাড়াতাড়ি কোনোদিন অনুমোদন দেবে না।
আমলাতন্ত্রের কারণে লাখ লাখ জীবন ধ্বংস করে দেওয়া হবে বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, নির্বাচনে হারার পর থেকেই ট্রাম্প নানা অসংলগ্ন কথাবার্তা বলছেন। সর্বশেষ বক্তব্যও যেন তারই প্রমাণ।
প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি। বরং বিষয়টি নিয়ে তিনি ও তার প্রচার শিবির আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন। যদিও প্রভাবশালী রিপাবলিকান নেতা মিট রমনি এবং দলটির সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশও বাইডেনকে সমর্থন দিয়েছেন। অনেক রিপাবলিকান নেতা আবার ট্রাম্পের ভয়ে মুখ খুলছেন না।
মার্কিন গণমামধ্যম সিএনএন বলছে, বিষয়টি নিয়ে ট্রাম্পের পরিবারের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। জামাতা কুশনার ও স্ত্রী মেলানিয়া পরাজয় মেনে নিতে বললেও ট্রাম্পের দুই ছেলে আইনি লড়াই অব্যাহত রাখার পক্ষে।
আই.এ/