মিয়ানমারে গত রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এতে জয়লাভ করেছে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
সবাইকে চমকে দিয়ে জয়ী হয়েছেন দলটির দুই মুসলিম প্রার্থীও। রোহিঙ্গা মুসলমানদেরকে উচ্ছেদ করা দেশটিতে এমন বিজয় কিছুটা অবাক হওয়ার মতো ঘটনা।
মিয়নমার টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই প্রার্থীর একজন নারী আরেকজন পুরুষ। পাবেডন শহরের আসন থেকে জয়ী হয়েছেন ইউ সিথু মাউং।
অন্যদিকে শিংগাই শহরের আসন থেকে জয়ী হয়েছেন দও উইন মেয়া মেয়া। দুই প্রার্থীই প্রতিপক্ষকে হারিয়েছেন বিশাল ভোটের ব্যবধানে।
প্রসঙ্গত, মিয়ানমারে সামরিক শাসন শেষ হওয়ার পর ২০১৫ সালে প্রথম দফা গণতান্ত্রিক নির্বাচনে জয় পেয়েছিল এনএলডি। দেশের অভ্যন্তরে বিপুল জনপ্রিয় দলটি এবারও জয় পেলো।
যদিও গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে দলটির ভাবমূর্তি অনেকটাই খারাপ। এদিকে, নির্বাচনের ফল মেনে নিয়েছে সেনাবাহিনীও। দেশটির নিয়ামানুযায়ী, সেনাবাহিনীর সঙ্গে জয়ী দলকে ক্ষমতা ভাগাভাগি করতে হয়।
আই.এ/