ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন মেলানিয়া

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন। চূড়ান্ত ফল প্রকাশের পর সারাবিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এখনও পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। বরং তিনি নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনেছেন। এবার পরাজয় মেনে নিতে ট্রাম্পকে নাকি অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া ইতোমধ্যেই ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মেলানিয়াকে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে।

অন্যদিকে, ট্রাম্পের দুই ছেলে তার পরাজয় মেনে নিতে রাজি নয়। তারা রিপাবলিকান এবং ট্রাম্প সমর্থকদের এই ফলাফল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর এক দিন পার হয়ে গেলেও পরাজয় মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। বরং ঘোষণা দিয়েছেন যে, তিনি আদালতে যাবেন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এনএইচ/

মন্তব্য করুন