মিয়ানমার পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম নামের এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং রাত ১০টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ রোববার তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

জানা গেছে, নিহত মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে। তিনি শনিবার বিকেলে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে গুরুতর অবস্থায় স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী জেলে এবং নিহতের ছোট ভাই শফিক আলম বলেন, একটি ছোট নৌকায় করে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন স্থানে মাছ শিকারে যান মোহাম্মদ ইসলাম ও আবু বকর। হঠাৎ করেই মিয়ানমারের জলসীমায় টহলরত স্পিডবোট থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে আবু বকর অক্ষত থাকলেও ইসলাম গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই লোকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের ডান পাশে গুলির ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এখানে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম নওশাদ রিয়াদ বলেন, হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শনিবার দিবাগত রাত ১০টায় মোহাম্মদ ইসলাম মারা গেছেন। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, এ ঘটনার প্রতিবাদে মিয়ানমার বিজিপির কাছে চিঠি পাঠানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন