ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোয় বিশ্বনবী সা. এর ব্যঙ্গচিত্র ছাপানো ও দেশটির প্রেসিডেন্ট কর্তৃক বাক-স্বাধীনতার নামে তা সমর্থন এবং রাষ্ট্রীয়ভাবে তা প্রচার করায় প্রতিবাদ অব্যাহত রয়েছে পুরো বিশ্বে।
এ প্রেক্ষিতে ফ্রান্সের পন্য বর্জনের ডাক দিয়েছেন মিশরীয় প্রখ্যাত ইসলামি স্কলার ড. ইউসুফ আল-কারজাভী।
তিনি লিখেছেন, ‘মুসলিম উম্মাহর পক্ষে এটি কখনো সম্ভব নয় তারা তাদের নবিজীর হক আদায়ে গড়িমসি করবে। হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের সবকিছুর চেয়ে প্রিয়।’
‘আমি কিভাবে এমন কোনো জাতির পণ্য কিনবো; যারা আমার নবিজীকে অপমান করে? কিভাবে আমরা আমাদের সম্পদ তাদের দেই? কিভাবে আমাদের সম্পদে তাদের লাভবান হতে দেই? ‘না’, তা কখনো হতে পারে না। আমাদের সে সব পণ্যের বিকল্প ব্যবহার করতে হবে। তাদের পণ্য ব্যবহারে মুখাপেক্ষী হওয়া যাবে না।’
আই.এ/