পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অ্যাক্টিভিস্ট আমজাদ আইয়ুব মির্জার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমজাদ আইয়ুব এক টুইট বার্তায় লিখেছেন, পাকিস্তানের মানচিত্র থেকে পাক অধিকৃত জম্ম-কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানকে সরিয়ে দিয়েছে সৌদি আরব। একটি ছবি টুইট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ভারতকে দীপাবলিতে সৌদি আরবের উপহার- পাকিস্তানের মানচিত্র থেকে গিলগিট-বালতিস্তান ও কাশ্মীর সরিয়ে দেওয়া।
জানা গেছে, চলতি বছরের ২১-২২ নভেম্বর জি-২০ সম্মেলন উপলক্ষে ২০ রিয়ালের স্মারক নোট প্রকাশ করেছে সৌদি। বিশ্বের মানচিত্রে গিলগিট-বালতিস্তান ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে তাতে উল্লেখ করা হয়নি। এর আগে ইমরান খানের সরকার পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
ভারতের বিভিন্ন স্থানও সেই মানচিত্রের আওতায় রাখা হয়। অন্যদিকে ভারত সরকার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে। সেই ঘটনার এক বছরেরও বেশি সময় পর সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ দেখা গেল।
আই.এ/