সুতার ওপর ঝুলে আছে ট্রাম্পের ভাগ্য, ইলেক্টোরাল ভোটে এখনো জীবিত তিনি

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখন একদম সুতার ওপর ঝুলে আছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে হলেও অঙ্কের হিসাবে সম্ভাবনা আছে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের কিছু আগে তার প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন জানিয়েছেন, ট্রাম্পের জয়েন সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তিনি ইলেক্টোরাল ভোটের হিসাবনিকাশে এখনো জীবিত এবং ভালো অবস্থায় রয়েছেন।

এদিন দুপুরে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনের অব্যবস্থাপনা ও অনিয়মের তথ্য সংগ্রহ করার জন্য একটি ওয়েবসাইট উন্মুক্ত করছেন। এসব তথ্য সংগ্রহ করে অধিকতর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জর্জিয়াতে ট্রাম্প বিজয়ী হবেন বলে তার প্রচারণা শিবির থেকে আশা প্রকাশ করা হচ্ছে। প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন বলেছেন, আগেভাগেই ট্রাম্পকে পরাজিত বলা হচ্ছে। তবে, ডোনাল্ড ট্রাম্প এখনো বেঁচে আছেন এবং ভালো অবস্থায় আছেন।

অপর দিকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রচারণা ব্যবস্থাপক জেনিফার ডিলন। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেছিলেন, তাদের কাছে থাকা আগাম তথ্য অনুযায়ী এটি নিশ্চিত যে, জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

মন্তব্য করুন