ভোটগণনা চ্যালেঞ্জ করে মামলা করলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও চূড়ান্ত জয়-পরাজয় এখনো ঝুলে আছে। ভোট নিষ্পত্তির জন্য আইনি লড়াইয়ে নামছে উভয় দল।

গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগানে ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মিশিগানে জয় পেয়েছেন জো বাইডেন। মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস উইসকনসিনেও বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। পেনসিলভানিয়ার ফলাফল এখনো প্রকাশ পায়নি।

জটিলতাপূর্ণ এ তিন রাজ্যে উতরে গেলে জয় চলে আসবে বাইডেনের হাতে।

নিজেকে বিজয়ী ঘোষণা আপাতত স্থগিত রাখলেও বাইডেন বলেছেন, ট্রাম্পকে হারাতে তিনি অবশ্যই আত্মবিশ্বাসী।

এনএইচ/

মন্তব্য করুন