ইকরামুল আলম, ভোলা প্রতিনিধি: ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় এদের কাছ থেকে প্রায় সাড়ে ২৪ লক্ষ মিটার অবৈধ জাল, ৯১টি মাছ ধরার কাঠের নৌকা ও এক হাজার ১৬৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল ও মাছের আনুমানিক মূল্য নয় কোটি ৯৩ লক্ষ ৯৩ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলার খেয়াঘাটে অবস্থিত কোস্ট গার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লে. বিএন মাহমুদ সাব্বির আরও জানান, মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনে বিসিজি বেইস ভোলা, বিভিন্ন স্টেশন-আউটপোস্ট ও জাহাজ সমূহ থেকে দক্ষিণ জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ৮৫৫টি অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃত জেলেদের নির্বাহী হাকিম কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়। এবং জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমাণ্ডার ক্যাপ্টেন এম মনজুর-উল-করিম চৌধুরী, জেলা খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দল্লাহ খান, ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব অপু, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি এম খালেক, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এম নুরুল ইসলামসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নাজমুল/পাবলিক ভয়েস