ট্রাম্পের থেকে বেশ এগিয়ে বাইডেন

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে নির্বাচনী জরিপে প্রেসিডেন্ট দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দেয়া জরিপ অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন ২৩টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২২০টি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেক্টরাল ভোটে।

যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন। তবে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্য প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএইচ/

মন্তব্য করুন