‘বর্তমানে কাশ্মীরিদের ওপর এমন আইন প্রয়োগ করা হচ্ছে, যা তাদের অস্তিত্বের পরিপন্থী। আমরা এসব সহ্য করব না।’ আইন প্রয়োগের প্রতিবাদ করে আজ মঙ্গলবার এ কথা বলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
কাশ্মীরে ৩৭০ ধারা বতিলের পর থেকে তাকে গৃহবন্দি করে মোদি সরকার। কয়েক সপ্তাহ আগে ১৪ মাসের গৃহবন্দি দশা থেকে মুক্ত হয়ে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মেহবুবা মুফতি। এবার তিনি এভাবেই মোদি সরকারকে তোপ দাগলেন।
তিনি বলেন, ‘কাশ্মীরি যুবকদের ভবিষ্যৎ রক্ষায় যত দূর যেতে হয় যাবো। এর আগে সব আইন জনসাধারণের সঙ্গে পরামর্শ করে তৈরি করা হয়েছিল। সেই আইন জনবান্ধব ছিল।’
কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে উপত্যকার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি জোট তৈরি হয়েছে। বিরোধীদের এই জোটের নেতৃত্বে রয়েছেন জম্মু কশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। মেহবুবা মুফতির পিডিপি’ও এই জোটে রয়েছে।
এর আগে কাশ্মীরের আলাদা পতাকা ফেরত চান মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘তিনি বলেন, ‘দেশ সংবিধানের ভিত্তিতে চলবে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইশতেহার ভিত্তিতে নয়। ভোট চাইবার জন্য বিজেপির কাছে দেখানোর মতো কিছুই নেই। তাই তারা ৩৭০ ধারার উত্থাপন করছে।’
তার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। জম্মু কাশ্মীরের বিজেপি নেতাকর্মীরা সেই মন্তব্যের জেরে মেহবুবা মুফতির গ্রেফতারির দাবিতে সরব হয়। এমনকি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও মুফতির এই মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান।
এনএইচ/