মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের মিছিল

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনীর প্রতিবাদে খুলনা দাকোপ উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জোহর নামাজ বাদ উপজেলা সদর চালনা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতী শফিউল্লাহ, মুফতী আহসান হাবীব, সহসাধারণ সম্পাদক মাওলানা তাবারক হুসাইনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা মহানবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের জন্য ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবি জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। সমাবেশে দাকোপের ৯ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ মিছিল সহকারে যোগদান করে।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতী ইকরামুল ইসলাম, মুফতী ইকবাল হুসাইন, মাওলানা আতিকুর রহমান, আলহাজ্ব দাউদ আলী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মুফতী ইমরান হুসাইন, মাওলানা আঃ সাত্তার, মুফতী ইব্রাহীম হুসাইন, জি এম আজিজুল হক, মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ শাহ আলম মীর, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আবুল হাসান, আলহাজ্ব ইমদাদুল হক।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

নাজমুল/

মন্তব্য করুন