জার্মানিতে মসজিদ থেকে কর আদায় করবে সরকার

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

জার্মানিতে মসজিদ পরিচালনায় বিদেশি নির্ভরতা কমাতে কর আদায়ের পরিকল্পনা করা হচ্ছে।

‘ডি ভেল্ট’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সদস্য টর্স্টেন ফ্রাই বলেন, মসজিদ করের প্রস্তাব ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’৷ এর ফলে জার্মানিতে ইসলাম ধর্ম বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবে।

জার্মানির জোট সরকারের অংশ সামাজিক গণতন্ত্রী দলের অভ্যন্তরীণ নীতি বিষয়ক প্রধান বুর্কার্ড লিশকা’ও মনে করছেন, মসজিদ কর আরোপ হলেজার্মানিতে ইসলাম ধর্ম আরো স্বাধীন হবে। কর নির্ধারণের প্রস্তাবটি ‘আলোচনা করার মতো বিষয়’ বলেও মন্তব্য করেন তিনি।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন