ইরানে আবারও মহামারি করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর তা মোকাবেলায় দেশটির ৩১টি প্রদেশের ২৫টিতে সকল মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, বিউটি সেলুন, ক্যাফে, জিম, যাদুঘর, থিয়েটার এবং সুইমিং পুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার থেকে পরবর্তী ১০ দিনের জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে।
রাজধানী তেহরানের বিউটি সেলুন, চা-ঘর, সিনেমাঘর, গ্রন্থাগার ও ফিটনেস ক্লাবগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি উক্ত সময়ে বিবাহ-অনুষ্ঠান, জানাজায় মুসল্লিদের ঢল, সব ধরনের সমাবেশ ও সম্মেলন আয়োজন বন্ধ থাকবে। একই সঙ্গে উচ্চ-ঝুঁকিপূর্ণ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ নজরদারি করবে। স্বাস্থ্যবিধি ভঙ্গ করলেই তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হবে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানে ফেব্রুয়ারিতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। এরপর বেশ ধীর গতিতে সেখানে মহামারির সংক্রমণ বাড়তে থাকে। আর এখন করোনার প্রভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ তারা। সেপ্টেম্বরের পর থেকে বাড়তে থাকা ভাইরাসটির সংক্রমণ ও এতে মৃতের সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে অনেকটাই বেড়েছে।
আজ রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, বর্তমানে দেশটিতে শনাক্তকৃত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ৪৯১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৯৮ জন।
যদিও বিশ্লেষকরা বলছেন, সংক্রমণের আসল পরিসংখ্যান আরো বেশি। বিশেষ করে তেহরানের পরিস্থিতি সম্পর্কে সরকার এতদিন যা প্রকাশ করেছে, প্রকৃত অবস্থা তার চেয়েও ভয়াবহ।
আই.এ/