বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর তিন গ্রাম প্লাবিত

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।

 গত তিন মাসের আগের প্লাবনের ক্ষত শুকোতে না শুকোতেই আকস্মিক এ বন্যায় দিশেহারা হয়ে পড়ছেন এলাকার মানুষ। বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর ভেসে যাচ্ছে।

বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরে রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২৫ ফুটের বেশি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে নদীর পানি ঢুকে পড়ে আশপাশের তিনটি গ্রামে। এতে কয়েকশো পরিবারের বাড়িঘর ভেসে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঠের আধা পাকা ধান ও পুকুরের মাছ।

ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ভারত থেকে নেমে আসা পানির প্রবল চাপে  ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর দৌলতপুর এলাকার মোহাম্মদ উল্যাহর বাড়ির পাশে ভাঙন দেখা দেয়।

চেয়ারম্যান জানান, ইউনিয়নের মুহুরী নদী সংলগ্ন ঘনিয়ামোড়া ও দৌলতপুর গ্রামের আরও তিন স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে। তিনি জানান, ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফুলগাজী উপজেলা সদরের মূল সড়কও তলিয়ে গেছে।

এর আগেও, গত ১৪ জুলাই ওই বাঁধের ৮টি স্থান ভেঙে প্লাবিত হয়েছিলো অন্তত ২০টি গ্রাম।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন