নারায়ণগঞ্জে বিস্ফোরণ : মসজিদ কমিটির সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

নারয়ণগঞ্জ ফতুল্লা পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় প্রায় দুই মাস পর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে গ্রেফতার করেছে সিআইডি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির এসপি নাসির উদ্দীন জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে মসজিদ কমিটির গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদ কমিটি পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত এমন বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সিআইডি পুলিশ তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যেই তিতাস গ্যাস, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও মসজিদ কমিটির সদস্যসহ মোট ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট ও গ্যাসের পাইপের লিকেজ থেকে এই মসজিদে বিস্ফোরণে অর্ধ শত মুসুল্লি দগ্ধ হন। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন