রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদকে (সা.) বিদ্রুপ করার অভিযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন মুসলিম দেশে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ রাস্তায় বেরিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বয়কট করেছে ফ্রান্সের পণ্য। এসব কারণে বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধীদলের নেতা মেরিন লে পেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে আমাদের দেশের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা আমাদের রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিয়েছে। এমতাবস্থায় এই দুই দেশ থেকে অভিবাসী নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাই।’
মেরিন লে পেনের এই টুইটে ফ্রান্সের হাজার হাজার নাগরিক একাত্মতা পোষণ করেছেন এবং সরকারের প্রতি একই আহ্বান জানিয়েছেন।
মোহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়ে অবমাননার ঘটনায় স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যার পর থেকেই দেশজুড়ে মুসলিমদের বিরুদ্ধে অপারেশন ও তদন্ত শুরু করে ফরাসি পুলিশ।
বিভিন্ন মুসলিম সংগঠনের কার্যকলাপ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ বহু মসজিদ মাদ্রাসা।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস