ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অসংখ্য ছবি! তার উপর দিয়ে চলছে গাড়ির চাকা। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় নবী সা. কে কটুক্তি করার প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়।
সম্প্রতি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রকাশ করেছিল শার্লি এবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। প্রতিবাদের ঝড় বয়ে যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে।
এদিকে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি এবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয় বাংলাদেশি হ্যাকাররা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি এবদো’র ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস