কাশ্মীর নিয়ে পাকিস্তানের অনলাইন মিটিং হ্যাক করল ভারতীয় হ্যাকাররা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

ইসমাঈল আযহার: কাশ্মীর নিয়ে জুম  অ্যাপে  উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পাকিস্তানের আধিকারিকরা। ভারতীয়দের দ্বারা এ জুম মিটিং হ্যাক হয়ে হনুমান রামের স্লোগান বেজে ওঠে।

কাশ্মীর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে শীর্ষক এই আলোচনাটি ফেসবুকে লাইভ সম্প্রচার হচ্ছিল। এতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

ভারত বিরোধী এই বৈঠক শুরু চলাকালীন, ভারতবাদী কোনও ইউজার হ্যাক করে মিটিং চলাকালীন হনুমান ও শ্রীরামের স্লোগান চালিয়ে দেয়।

আই.এ/

মন্তব্য করুন