ধর্ষণ করে ৬ বছরের শিশুকে পুড়িয়ে দিল ধর্ষক

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

কয়েকদিন আগেই ভারতের উত্তরপ্রদেশের হাতরাসে এক যুবতীকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেবার পর গোটা দেশটি নড়েচড়ে বসে। এবার ৬ বছরের ছোট্ট শিশুকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির পাঞ্জার প্রদেশে।

পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় এক বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করার মামলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হোশিয়ারপিরের টান্ডার একটি গ্রামে ছয় বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হয়।

এরপর তাকে হত্যা করে তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। ছয় বছরের বাচ্চার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বাচ্চাটির দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে।

টান্ডা পুলিশ বাচ্চাটিকে ধর্ষণ করে তার দেহ জ্বালিয়ে দেওয়ার মামলায় গুরপ্রীত সিং আর সুরজিৎ সিং নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। টান্ডার ডিএসপি দলজিৎ সিং বলেন, অভিযুক্তদের হত্যা, ধর্ষণ আর পক্সো আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন