ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি সুদান

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

অল্প কয়েদিনের মধ্যে ৩য় আরব লীগ সদস্য হিসেবে এই সিদ্ধান্ত নিলো সুদান। এই ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট সুদানকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদের মার্কিন তালিকা থেকে বাদ দিয়ে আবারও আর্থিক সহায়তা ও বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প আরও জানান, কমপক্ষে আরও ৫টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি ও স্বাভাবিক সম্পর্ক চায়। ইউএই ও বাহরাইন উজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার কয়েক সপ্তাহ পরেই সুদান একই পথে হাটলো।

এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও সুদান বলেছে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হবে বলেও জানানো হয়েছে।

গত মাস পর্যন্ত মিসর আর জর্ডান ব্যতিত কোনও আরব দেশ ইসরায়েলকে সমর্থন দেয়নি। এই দুই দেশেরই তেলআবিবের সঙ্গে সীমান্ত রয়েছে। আর বর্তমানে দেশটিকে স্বীকৃতি দেয়া আরব দেশের সংখ্যা ৫টি। মিডল ইস্ট মনিটর, বিবিসি, আল জাজিরা, আরব নিউজ

আই.এ/

মন্তব্য করুন