৮৩ বছরের রিকশা চালক ইদ্রিস মিয়ার দায়িত্ব নিলেন এমপি মুকুল

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

ইকরামুল আলম, ভোলা: ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা ৮৩ বছর বয়সী রিকশা চালক মো. ইদ্রিস মিয়ার থাকা, খাওয়া ও চিকিৎসাসহ সকল দায়িত্ব নিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এমপি মুকুল তাকে ডেকে এনে নতুন জামা কাপড় ক্রয় করে নিজ হাতে তাকে পড়িয়ে দেন। এবং রিকশা চালনো বাদ দিয়ে ব্যবসা করার জন্য তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। সেই সাথে তার থাকার জন্য একটি বাসস্থান ও চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার কথা জানান। একই সাথে তার স্ত্রীর জন্যও নতুন শাড়ি কিনে দেন এমপি মুকুল।

সম্প্রতি ইদ্রিস মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হয়। পরে তাকে নিয়ে প্রথম আলোর একটি নিউজ করে। শেষ বয়সে তার এ অবস্থা সকলকে নাড়া দিয়েছিল। বিষয়টি দেখে অনেকে তাকে কিছু আর্থিক সহায়তাও করেছেন।

বিষয়টি ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নজরে আসলে তিনি তার সার্বিক খোজখবর নিয়ে লোক পাঠিয়ে ইদ্রিস মিয়াকে তার বাসায় নিয়ে আসেন। রিকশা চালানো বাদ দিয়ে যাতে ইদ্রিস মিয়া যাতে আরামে বসে একটি ব্যবসা করতে পারেন সেই জন্য তাকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। একই সাথে তার গায়ের পুরোনো পোষাক খুলে নতুন পোশাক পড়িয়ে দিয়েছেন এবং তার স্ত্রী বিবি হাজেরার জন্যও নতুন শাড়ি কিনে ইদ্রিস মিয়ার হাতে তুলে দেন এমপি মুকুল।

এর আগেও এমপি মুকুল অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। ইদ্রিস মিয়ার বেলায়ও তার ব্যাতিক্রম হয়নি। তার এসকল মানবিক কর্মকান্ডে সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এনএইচ/

মন্তব্য করুন