প্রতীকী ছবি
ফজরের নামাজের অজু করতে গিয়ে পানিতে পড়ে আমেনা বেগমের (৯০) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আমেনা বেগম উপজেলার গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের পালিশারা গ্রামের মৃত ইউছুপ আলীর স্ত্রী।
নিহত আমেনা বেগমের ছেলে শাজাহান গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে পুকুরে যান তার মা।
কিন্তু সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যান তিনি। পরে পানিতে ভেসে উঠলে তার লাশ উদ্ধার করি। পরে তার লাশ দাফন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে- তিনি পুকুরে অজু করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যান। না উঠতে পারায় তার মা পানিতে ডুবে যান বলে তিনি জানান।
আই.এ/