প্রতীকী ছবি
আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। দেশটির আরদাবিল প্রদেশের আকাশসীমায় আর্মেনিয়ার ড্রোনটি ঢুকে পড়লে এটি ভূপাতিত করা হয়। আজারবাইজানের ‘আজভিশন’ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি আর্মেনিয়ার বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ড্রোনটির ধরণ স্পষ্ট করা হয়েছে। এটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে।
এনএইচ/