সৌদি আরবের শীর্ষ কয়েকটি পদে রদবদল

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

সৌদি আরবের শীর্ষ কয়েকটি পদে রদবদল হয়েছে। এ বিষয়ে কয়েকটি ফরমান জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ। নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, সৌদি রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং শীর্ষ ধর্মীয় পরিষদে এই রদবদল করা হয়েছে। এ বিষয়ে বাদশাহ সালমান গতকাল রোববার বেশ কয়েকটি রাজকীয় আদেশ জারি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আদেশে সৌদি বাদশাহ শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার নিয়োগ দিয়েছেন। এ ছাড়া দুই জন ডেপুটি স্পিকারও নিয়োগ দিয়েছেন তিনি। যার মধ্যে একজন নারীও রয়েছেন।

জানা গেছে, সৌদি আরবের প্রভাবশালী এই শুরা কাউন্সিলে বর্তমানে যারা রয়েছেন, তাদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। সেই হিসেবে গুরুত্বপূর্ণ এই পদগুলোতে নিয়োগ দিয়ে আদেশ জারি করলেন সৌদি বাদশাহ।

গ্রান্ড মুফতি শেখ আব্দুলাজিজ আল-শেখকে কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান। অন্যদিকে, রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে।

মন্তব্য করুন