যুক্তরাষ্ট্রে গরীব মানুষ বেড়ে সাড়ে ৫ কোটি

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ জানিয়েছে, গত মে মাসে যুক্তরাষ্ট্রে গরিব মানুষের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ (শতকরা ১৪.৩ ভাগ)। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৫ কোটি (শতকরা ১৬.৭ ভাগ)।

এ হিসাব অনুযায়ী, গত ৫ মাসে যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৮০ লাখ। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই সময়কে দেশটিতে করোনার সংক্রমণের ‘পিক টাইম’ হিসেবে দেখা হয়।

মার্কিন গবেষকরা বলছেন, দরিদ্র পরিবারগুলোকে ১২০০ ডলার করে প্রণোদনা দিয়েছিল সরকার। এতে এপ্রিল-মে পর্যন্ত দারিদ্র্য বৃদ্ধির হার কমে আসলেও পরে তা ঠেকানো যায়নি।

যুক্তরাষ্ট্রে এখনো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়তে থাকায় আগামী দিনগুলোতে দরিদ্র মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রমান্বয়ে এই সংখ্যা বেড়ে কততে দাঁড়ায়, সেটি দেখতে অপেক্ষা করতে হবে বলে মত সংশ্লিষ্টদের।

আই.এ/

মন্তব্য করুন