পুলিশি নির্যাতনে নিহত রায়হানের পরিবারের পাশে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আখালিয়া এলাকায় নিহত রায়হানের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে রায়হানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমানবিকভাবে রায়হানকে নির্যাতন করে হত্যার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খানসহ এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহেদ আহমদ, ৮নং ওয়ার্ড আহ্বায়ক মাওলানা নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আহবায়ক সাঈদ আহমদ প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন