তুরস্কের কারণে অবস্থান বদলাচ্ছে না আজারবাইজান: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য ফের তুরস্ককে দায়ী করে মঙ্গলবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান রয়টার্স-কে বলেছেন, তার বিশ্বাস তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাখে সামরিক পদক্ষেপ স্থগিত করবে।

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে একমত হওয়ার পর এটিই আর্মেনীয় প্রধানমন্ত্রীর প্রথম কোনও সাক্ষাৎকার। তবে আঙ্কারা তার অবস্থান পরিবর্তন করবে; এমন কোনও ইঙ্গিত অবশ্য রয়টার্সকে দিতে পারেননি নিকোল পাশিনিয়ান।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের অবস্থান পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আজারবাইজান থামবে না। তারা সংঘাত থামাবে না।

নিকোল পাশিনিয়ান বলেন, যুদ্ধবিরতির আলোচনার আগেই তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন দিয়েছে। এর মানে দাঁড়ায়, তারা আজারবাইজানকে লড়াই চালিয়ে যেতে বলছে। চুক্তির পরও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আজেরি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন।

এদিকে তুরস্ক হুঁশিয়ারি জানিয়ে বলেছে, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। সোমবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের একদিন পরই মঙ্গলবার এ সংঘাতের জন্য আঙ্কারাকে দায়ী করেন আর্মেনীয় প্রধানমন্ত্রী।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়।

গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

সোমবার তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনের সময় এ নিয়ে কথা বলেন তুর্কি প্রতরিক্ষামন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, তুরস্কের মিত্র আজারবাইজানের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আর্মেনিয়া হামলা অব্যাহত রেখেছে। এসবের জন্য একদিন তাদের ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে।

আই.এ/

মন্তব্য করুন