আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার আফগানবিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের আলোচনা ব্যর্থ হয়েছে। খবর ডেইলি টাইমস, আল-জাজিরা, তাসনিম।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু দিন ধরে চলা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ার পর খালিলজাদ দুপক্ষের সঙ্গে কথা বলতে দোহা সফরে যান। তিনি গত দুই সপ্তাহ ধরে দুপক্ষের সঙ্গে আলোচনা করেও আফগানিস্তানে সংঘর্ষ বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে কাউকে রাজি করাতে পারেননি।
মার্কিন প্রতিনিধি খালিলজাদ দোহা সফরের আগে অঘোষিত সফরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি যান এবং সেখানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। আফগান সরকারের বিরুদ্ধে তালেবানের সশস্ত্র আন্দোলনে পাক সেনাবাহিনীর একটি অংশের মদদ রয়েছে বলে ব্যাপকভাবে অভিযোগ করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের নির্বাচনের আগে আফগানিস্তানে যেনতেন প্রকারে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করেছেন। তবে এ আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি; বরং আফগানিস্তানে তালেবানের হামলা ও হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ জনগণের মধ্যে এ আলোচনা নিয়ে হতাশা তৈরি হয়েছে।
আই.এ/