ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে মুসলিমদের হজে যাওয়া বন্ধ করল চীন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

ইসমাঈল অযহার: মুসলিমদের জন্য হজে যাওয়ার নতুন নির্দেশিকা প্রকাশ করেছে চীন। এতে জানানো হয়েছে যে, দেশটির একটি মাত্র সংস্থা হজের আয়োজন করতে পারবে।

চীনে বর্তমানে বসাবস করেন ২ কোটি মুসলিম। এদের বেশিরভাগটাই উইঘুর ও হুই-এর বাসিন্দা। প্রতিবছর চীন থেকে হজে যান ১০,০০০ মুসলিম।

চীন সরকারের পক্ষ থেকৈ জানানো হয়েছে, চীনা ইসলামিক অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোনও সংস্থা হজ যাত্রার আয়োজন করতে পারবে না।

চীনের সরাকরি মুখপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, এতদিন চীনের অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্য়োগে হজে যেতেন। এবার তা বন্ধ হয়ে গেল। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম।

উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে বাস করেন প্রায় ১ কোটি উইঘুর মুসলিম। এসব মুসলিম অধিবাসীদের ধর্ম মানতে বাধা দিচ্ছে চীন সরকার। বহু মুসলিমকে ক্যাম্পেও রাখা হয়েছে। জিনজিয়াংয়ে চীনাদের বসতি গড়ে দিয়ে এলাকার জনবিন্যাস বদলে দিচ্ছে সরকার।

আই.এ/

মন্তব্য করুন