দেশব্যাপী তুমুল প্রতিবাদের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড করতে বিদ্যমান আইনের সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আগামীকাল সোমবার। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর খসড়া প্রস্তুত করা হয়েছে, যা কাল অনুমোদন হতে পারে বলে জানা গেছে।
বিষয়টি আজ রোববার আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জানা গেছে, করোনার কারণে মন্ত্রিসভার কালকের ভার্চ্যুয়াল বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
আজ আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। সংশোধনীর খসড়া অনুমোদনের জন্য কাল মন্ত্রিসভা বৈঠকে তোলা হচ্ছে।
এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানিয়েছেন, ধর্ষণের প্রতিকার ও প্রতিরোধে সরকার তৎপর রয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত আইনটির ৯(১) ধারা সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড করা হচ্ছে। এ ছাড়া আইনের কয়েকটি ধারায় ছোট ধরনের পরিবর্তন আসছে।
সংশোধিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে তা পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে। এরপর নিয়ম অনুযায়ী কিছু আনুষ্ঠানিকতা শেষে কার্যকর করা হবে।
আই.এ/

