আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবারের টুইটকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালেবান। “তার বিবৃতি দোহা চুক্তি বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ,” বলেছেন তালেবানদের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।
শুক্রবার মার্কিন বার্তা সংস্থা আইএফপিকে হোয়াটসঅ্যাপে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগান যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেন।
তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতি হয়েছে মার্কিন কর্তৃপক্ষের ঘোষণার পর তালেবান মুখপাত্রের এমন বক্তব্য এল। খবর আলজাজিরা ও ডনের।
যুক্তরাষ্ট্র ও তালেবানদের এ বক্তব্যগুলোর মাধ্যমে ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধ একটি সুন্দর সমাধানের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক অভিযানসহ বিভিন্ন কারণে দেশের বাইরে থাকা সৈন্যদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে কাতারে তালেবানদের সঙ্গে বিশেষ বৈঠক করেছে মার্কিন কর্তৃপক্ষ।
শুক্রবার আইএফপির সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আলোচনার অগ্রগতি হয়েছে জানিয়ে বলেন, তালেবান-আমেরিকা যুদ্ধের সমাধানের বিষয়ে কিছু অভিন্ন বিষয়ে আমরা একমত হয়েছি। তিনি বলেন, আমেরিকা যদি ঐকত্যের বিষয়গুলোতে অটল থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, আফগানিস্তানে আমেরিকার নিয়ন্ত্রণ আর থাকবে না।
শুক্রবারের সাক্ষাৎকারের তালেবান মুখপাত্র বলেছেন, এ শান্তি আলোচনার মধ্য দিয়ে আমরা এমন ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যা সমগ্র আফগানবাসীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠার কথা জানালেও তালেবান মুখপাত্র বলেছেন, অন্যান্য মতাদর্শ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এর রূপরেখা চূড়ান্ত করা কবে।
তবে আফগানিস্তানে ইসলামীঅনুশাসন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা ১০০% বলে জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।
এনএইচ/