কলেজের ছাত্র-শিক্ষকদের জন্য ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনা’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল এমন একটি নির্দেশনা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়েছে, রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন পোস্ট, ছবি, অডিও, ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করা যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, এমনকি অন্য কেউ যদি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মতো কোনো কনটেন্ট আপলোড করে তাহলে সেখানে লাইক কমেন্ট বা শেয়ার করা যাবে না। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদানদেরকে অনুরোধ করা হয়েছে বিশেষ নজর রাখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনায় আরো বলা হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
কোনো পেশাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। জাতীয় ঐক্য ও চেতনার ক্ষতি হয় এমন কোনো কনটেন্ট দেওয়া যাবে না। যদি কেউ এসব নির্দেশনা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
কোনো সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন প্রচারণা চালানো যাবে না। নিষেধাজ্ঞার তালিকায় আরো আছে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন পোস্ট, জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন পোস্ট এবং ভিত্তিহীন, অসত্য অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।
ব্যক্তির আইডির বাইরে যদি কোনো পেইজ বা গ্রুপ থেকে এই নির্দেশনা লঙ্ঘন করা হয় তাহলে এডমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনায়।
আই.এ/

