পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ও সারা দেশে একের পর ঘটে চলা ধর্ষণকাণ্ড ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সভার সামনে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ‘ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী ছাত্র ইউনিয়নের’ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমী ছাত্র ইউনিয়নের সদস্য ওমর ফারুক রাহাত, নাসির উদ্দিন শিহাব, শুভ, ফারহানা মোস্তফা মুনা, ওয়াসিফ হোসেন, তানিয়া আক্তার, শেখ তন্ময়, মাহমুদুল হাসান রনিসহ প্রমূখ।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে ধর্ষণের পরিমাণ যে হারে বেড়েছে এভাবে একটি সুস্থ সমাজ চলতে পারে না। নোয়াখালী সহ সারা দেশের ধর্ষণ নির্যাতনের বিচার অতি দ্রুত কার্যকর করার জোর দাবি জানিয়েছেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ফেস্টুনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখে মিডিয়ার সামনে উপস্থাপন করেন।##
নাজমুল হাসান/